ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নড়াইলে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নড়াইলের কালিয়া উপজেলার আমতলা গ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে লিয়াকত শেখ লিকু (৩৫) নামে এক আসামি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২ সেপ্টেম্বর) সকালে লিকুদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিয়া থানার কনস্টেবল শাহিনুর রহমান শাহীন আহত হয়েছেন। তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার সকাল ৮টার দিকে কালিয়ার আমতলা গ্রামের দাঙ্গা-হাঙ্গামা মামলার আসামি লিকু শেখকে গ্রেফতার করতে তাদের বাড়িতে যায় পুলিশ। এ সময় লিকুকে গ্রেফতার করলে পরিবারের সদস্যরা পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়। একপর্যায়ে পুলিশ কনস্টেবল শাহীন আহত হন। পুলিশ সদস্য শাহীন কপালে আঘাত পেয়েছেন।  

কালিয়া থানার ওসি শেখ শমসের আলী বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি